নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বারীনগর বাজারের সুজলা ও সুফলা বীজ ভাণ্ডারের থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কৃষকদের মাঝে সার যথাযথভাবে বিক্রি না করে মিথ্যা তথ্য রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা ও অবৈধভাবে রড মিনিকেট নামসহ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বীজ বিক্রয়ের উদ্দেশ্যে গোডাউনজাত করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়।
কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়েল উদ্যোগে বারীনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিদর্শনকালে দেখা যায়, সুজলা বীজ ভান্ডারে পর্যাপ্ত টিএসপি সার মজুদ রয়েছে। কৃষকদের মাঝে সার যথাযথভাবে সার বিক্রি না করে মিথ্যা তথ্য রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা ও অবৈধভাবে রড মিনিকেট নামসহ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বীজ বিক্রয়ের উদ্দেশ্যে গোডাউনজাত করা রয়েছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে সুফলা বীজ ভান্ডারে অবৈধভাবে রড মিনিকেট নামসহ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বীজ বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটজাত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জেলা কার্যালরে সহকারী পরিচালক সেলিমুজ্জামান। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও ক্যাবের সদস্য।