নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: মহেশপুরে মাদক সেবনের দায়ে রুমা খাতুন (২৫) নামের এক নারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রুমা খাতুন মহেশপুর পৌর এলাকার জলিলপুর মাঠপাড়া এলাকার মৃত আতিয়ারের মেয়ে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বলেন, মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রুমা খাতুনকে মাদকসহ (গাঁজা) আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশপুরে নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।