Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নকল সোনা বন্ধক রাখার চেষ্টা, দুই ‘প্রতারক’ আটক

এখন সময়: শনিবার, ৮ নভেম্বর , ২০২৫, ০১:৩১:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে নকল সোনার গহনা বন্ধক রাখতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই প্রতারক। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের জেলরোড বেলতলা এলাকার রুমা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও বেনাপোলের শামীম হোসেন। দোকান মালিক আলমগীর কবীর খোকন জানান, রাতের দিকে দুই ব্যক্তি তার দোকানে তিন জোড়া কানের দুল বন্ধক রাখতে আসেন। প্রথমে গহনাগুলো দেখতে আসল মনে হলেও পরে পরীক্ষা করে দেখা যায়, উপরিভাগে সোনার প্রলেপ থাকলেও ভেতরে গালা ধাতু বসানো রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি জানার পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা একেক সময় একেক তথ্য দিতে থাকে। এমনকি তাদের দেওয়া ঠিকানাও মিলছিল না। এতে স্থানীয়দের সন্দেহ বেড়ে গেলে তারা দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নকল সোনা বন্ধক রাখার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)