Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যতই চালাকি হোক, আগে গণভোট : তাহের

এখন সময়: শনিবার, ৮ নভেম্বর , ২০২৫, ০১:৩৫:০৮ এম

 

স্পন্দন ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নের গণভোট সংসদ নির্বাচনের আগে না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, “সময়ক্ষেপণ করে লাভ নাই, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। যতই চালাকি করে সময় নষ্ট করা হোক না কেন, আগে গণভোট, তারপর জাতীয় নির্বাচন হতে হবে।

‘‘নয়ত জনগণ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আবারও রাজপথে নেমে আসবে।”

শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ এ সভা আয়োজন করে।

বিএনপিসহ কয়েকটি দল চাইছে, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হোক। কিন্তু জামায়াতসহ ধর্মভিত্তিক আটটি দল নভেম্বরেই গণভোট আয়োজনের দাবিতে যুগপৎ আন্দোলনে নেমেছে।

বিএনপিকে উদ্দেশ করে তাহের বলেন, “যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা ডাকসু নির্বাচনে ভয় পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের পর তারা জাকসু, চাকুস, রাকসু নির্বাচন বন্ধে কত শত ষড়যন্ত্র করেছে, তা শিক্ষার্থীদের পাশাপাশি দেশবাসীও দেখেছে।

“তারা বুঝতে পারছে, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে ভরাডুবি হবে। সেজন্য তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যেভাবে বিরোধিতা করেছে, একইভাবে গণভোটের বিরোধিতা করছে।”

তিনি বলেন, “সিপাহি-জনতার বিপ্লব আর ছাত্র-জনতার বিপ্লব একই সূত্রে গাঁথা। সিপাহি-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমান নিজের রাজনৈতিক স্বার্থে হলেও জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

“শহীদ জিয়াউর রহমান ও শহীদ গোলাম আজমের জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। এই দুটি জানাজা বলে দেয় তাদের জনপ্রিয়তার পরিধি।”

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য. হেলাল উদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)