Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরীর-মন সুস্থ রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই : লবি

এখন সময়: শনিবার, ৮ নভেম্বর , ২০২৫, ০২:৫৩:০১ এম

 

ডুমুরিয়া প্রতিনিধি  : সাবেক সাংসদ ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, খেলাধুলা মানুষকে জীবন দেয়, আর মাদক মানুষের জীবনকে ধ্বংস করে। এজন্য প্রত্যেক ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে। সুতরাং শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলা এবং শরীরচর্চার বিকল্প নেই। শুক্রবার বিকালে চেচুড়ি সিডি যুব সংঘের আয়োজনে দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টেন ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুবসংঘের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন সভাপতিত্ব করেন। খেলার উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন এবং উপস্থিত ছিলেন অ্যাড মুনিমুর রহমান নয়ন, মোঃ শাহিন মোল্লা, এসএম নুর ইসলাম, আবু দাউদ গোলদার, মুরাদুল ইসলাম, মাষ্টার আব্দুল হাফিজ, ডাঃ বাবুল, আরজান গাজী, ফজলু গাজী, বাবলু বিশ্বাস প্রমুখ। খেলায় নওয়াপাড়া ফুটবল একাদশ কাটেঙ্গা ফুটবল একদাশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করে।

সন্ধ্যার পর আলি আসগার লবি নরনিয়া স্বপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানে আয়োজিত যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)