নিজস্ব প্রতিবেদক : যশোরের বিকে ফ্যাশনের খোয়া যাওয়া ৫ লাখ টাকার মালামাল কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহীর শাহমকদুম থানার বড়বন গ্রামের মৃত জীবেন্দ্র নাথ সাহার ছেলে কার্তিক ও কার্তিক চন্দ্র সাহার ছেলে আপন কুমার সাহা। এ ঘটনায় বিকে ফ্যাশনের মাসুদ রানা আটক দুইজনসহ তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, বুধবার দুপুরে বিকে ফ্যাশনের শহরের পালবাড়ি তেতুলতলা এলাকার শোরুমের কর্মী ইমন হোসেন নিউমার্কেট জেআর কুরিয়ার সার্ভিস থেকে বস্তাভতি গার্মেন্সের মালামাল নিয়ে আসছিলেন। পথিমধ্যে পালবাড়ি মোড় পৌঁছালে রিকশাচালক শিমুল কর্মী ইমন হোসেনকে রিকশা থেকে একটু নামতে বলেন। ইমন রিকসা থেকে নামতেই তার ওপর কয়েকজন হামলা চালায়। এর মধ্যে মালামালসহ রিকশা নিয়ে পালিয়ে যায় চালক শিমুল। কিছুক্ষণের মধ্যে হামলাকারীরাও সঠকে পড়ে। এ ঘটনার সথে সাথে বিকে ফ্যাশনের মালিক বিকে লিটন কোতোয়ালি থানা পুলিশ ও পরিচিতদের অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানকালে প্রথমে আপনকে ও তার দেয়া স্বীকারোক্তিতে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও নয়নের বাবা কার্তিককে আটক করে পুলিশ। এ বিষয়ে অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মূলত এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ চক্রের সাথে আর কারা জড়িত, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জেনে ব্যবস্থা নেয়া হবে।