Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেশের নিরাপত্তা শান্তি রক্ষায় মুখ্য ভূমিকা পুলিশের : অ্যাডিশনাল আইজি

এখন সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর , ২০২৫, ১১:৫৭:০১ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ও পিবিআই অ্যাডিশনাল আইজি মোস্তফা কামাল বলেছেন ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পুলিশ মুখ্য ভূমিকা পালন করে আসছে। পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা করা নয় বরং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও পুলিশের ভূমিকা অপরিহার্য। মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। দেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের জাতীয় গর্ব। আজকের নতুন প্রজন্ম সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গিকারে দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার সকালে খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৯তম ট্রেইনি রিক্রট কনস্টেবল(টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় মঞ্চে তাঁর সাথে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মাহবুবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি টিআরসিদের মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে চৌকস, একাডেমিক ও মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি শেখ আবু তুরাব, মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি শাকিল হোসেনের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন। সমাপনী কুচকাওয়াজে ৫৪৬ টিআরসি শিক্ষানবিশ পুলিশ সদস্য মৌলিক প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ ইনেন্সপেক্টর আ. মালেক হাওলাদার। এর আগে সকাল সাড়ে ৮ টায় পর প্রধান অতিথি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পৌছালে পিটিসি’র কমান্ড্যান্ট  ডিআইজি মাহবুবুর রহমান ভূঁইয়া তাঁকে অভ্যর্থনা জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে জাহানাবাদ সেনানিবাস, খুলনার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, পিএসসি, রেঞ্জ ডিআইজি, খুলনার রেজাউল হক, পিপিএম এবং কেএমপি, খুলনার পুলিশ কমিশনার  জুলফিকার আলী হায়দার উপস্থিত ছিলেন।

এছাড়া সামরিক ও বেসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি সিআরসিদের মনোমুগ্ধকর, আকর্ষণীয় ও দৃস্টি নন্দন আর্মস ম্যানুভারিং ড্রিল ও আন-আর্মড কমব্যাড বিশেষ প্রদর্শনী উপভোগ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)