নিজস্ব প্রতিবেদক:চাচা আবু বক্কর সিদ্দিকীর বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি বিক্রি, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মোহাম্মদ অহিদুজ্জামান নামে এক যুবক। বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন- আমি মোটরসাইকেল ভাড়ায় চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে আমি সবসময় আতঙ্কে আছি। যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে যশোরের জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোগতি নরেন্দ্রপুর গ্রামের মৃত এরফান আলী সরদারের ছেলে অহিদুজ্জামান। দাদার পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে পাওয়া ৫ শতক জমি তার চাচা আবু বকর ছিদ্দিকী বিক্রি করে দেন। আবু বক্কর অত্র এলাকার মৃত আছির উদ্দিন সরদারের ছেলে। স্থানীয় সালিশের মাধ্যমে অন্য জায়গায় তাকে ৫ শতক জমি বুঝিয়ে দেওয়া হলেও এখন ভোগদখল করতে দিচ্ছেন না। পক্ষান্তরে তাকে গালিগালাজ, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন,তার চাচা নিজেকে সাংবাদিক ও জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দেন।