Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তরিকুল ইসলাম স্মরণে যশোর বিএনপির কর্মসূচি অব্যাহত

এখন সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর , ২০২৫, ১২:৫৭:৩৮ এম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত চারদিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিন বুধবার দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, খাবার বিতরণ, টুপি জায়নামাজ বিতরণ। এছাড়া এদিন সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রার্থনার আয়োজন করে। বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে শহরের শংকরপুর মুরগী ফার্ম গেট এলাকায় নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত কুরআন শিক্ষার্থীদের মাঝে টুপি, জায়নামাজ, তাসবাহী, খুশবু প্রদান করেন তরিকুল ইসলামের ছোঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এদিন যশোর জেলা যুবদলের আয়োজনে বাদ জোহর খড়কী পীর বাড়ি এতিমাখানয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতিমদের সম্মানে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলামের জেষ্ঠ্য পুত্র দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, নগর মহিলা দলে সভাপতি শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ। এদিকে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার শান্তি কামনা করে যশোর সদরের ফতেপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক অলোক ঘোষ, সদস্য সচিব নির্মল কুমার বিট, যুগ্ম-আহবায়ক অ্যাড. সুদীপ্ত কুমার ঘোষ, সুব্রত ঘোষ, অশোক দত্ত, শুভ, দেবাশীষ চন্দ্র লিটন অধিকারী, শ্যামল পাল প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)