Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর , ২০২৫, ১২:০৯:৫৪ এম

 

নিজস্ব প্রতিবেদক: অর্ধ কোটি টাকার তিন সোনারবারসহ ওসমান গনি নামে এক চোরাকারবারীকে আটক করেছে যশোরের ৪৯ বিজিবি। ওসমান গনি  যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার সৈয়দ আলী মণ্ডলের ছেলে। বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের একটি টহলদল যশোর নড়াইল মহাসড়কের দায়তলা বাজারের রয়টোকা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে ওসমান গনিকে আটক ও তল্লাশি করে তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিন সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩১৯.৪৮ গ্রাম।

এ ছাড়াও তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনা ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা। এ ঘটনায় বিজিবির নায়েক সদানন্দ সরকার বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক ওসমান গণির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন। থানা পুলিশ গতকাল আটক ওসামান গণিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওসমান গনি স্বীকার করেছেন- তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)