Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল-১ আসনে জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী ও নড়াইল-২ অপেক্ষা

এখন সময়: বুধবার, ৫ নভেম্বর , ২০২৫, ০১:২১:৫৬ এম

 

ফরহাদ খান, নড়াইল: ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নড়াইল-২ আসন হোল্ড (অপেক্ষা) করে রাখা হয়েছে।

এ ঘোষণার পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ মন্তব্য করেন নড়াইল-২ আসনটি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের জন্য রাখা হতে পারে। কারণ, ২০১৮ সালের নির্বাচনে তিনি এই আসনের ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে ফরিদুজ্জামান ফরহাদের দল এনপিপি।

এদিকে, মঙ্গলবার দুপুরে বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছে, ১২টি আসনে শরিক জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) দিয়েছে বিএনপি। এ খবরে নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নাম প্রকাশ হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদককে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ধানের শীষের প্রার্থী হিসেবে নড়াইল-২ আসনে আমার নাম গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানতে পেরেছি। তবে, আনুষ্ঠানিক ভাবে এখনো জানানো হয়নি। আগামিকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে শরিকদের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

এর আগে সোমবার নিজ নির্বাচনী এলাকা নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘আমি নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার দাবিদার। কারণ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবসময়ই বিএনপির সঙ্গে ছিলাম। জুলাই আন্দোলনেও ফ্যাসিস্টরা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। সঙ্গতকারণে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বিএনপির সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের মনোনয়নে ছাড় দিবেন। তাদের নিয়ে নির্বাচন করবেন, সরকার গঠন করবেন। গত রোববার প্রবাসীদের সঙ্গে আলোচনা সভায় তারেক রহমান শরিকদলের মনোনয়নের লাভের বিষয়ে এসব কথা বলেছেন।

শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আমার দল (এনপিপি) ছিল, রাজপথে এখনো আছে। সেই হিসেবে আমি মনোনয়ন পাওয়ার দাবিদার। আশা করছি, নড়াইল-২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পাবো। এর আগে ২০১৮ সালের নির্বাচনেও এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। মনোনয়নের ক্ষেত্রে শুধু আমি নই, আমার জোটে যে ১১ দল আছে, তাদের ক্ষেত্রে তারেক রহমান আরও কিছু সিট (আসন) দিবেন।’ ডক্টর ফরহাদ আরো বলেন, ‘এলাকার সড়ক যোগাযোগ, কৃষি ব্যবস্থা ও শিক্ষার উন্নয়ন করতে চাই। মাদক ও চাঁদাবাজিমুক্ত করতে চাই। আর জনসাধারণের জন্য আমার দরজা খোলা। সবাই মনে করেন, ফরহাদ আমাদের ভাই।’

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)