Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন

কেন্দ্রীয় নির্দেশে যশোর শাখার ৫ আজীবন সদস্য পদ বাতিল

এখন সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর , ২০২৫, ০১:১১:০০ এম

মারুফ কবীর: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন যশোর শাখার আজীবন সদস্য পদ নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রে কোন জেলা বা বিভাগীয় শাখা থেকে আজীবন সদস্যপদ দেওয়ার বিধান না থাকায় যশোরের ৫ জন আজীবন সদস্যকে বাদ দেয়া হয়েছে। বাদ পড়া সদস্যরা হলেন-আইয়াজ উদ্দিন রিপন, তৌহিদুর রহমান খোকন, বদিউল আলম জুয়েল, আমিরুল ইসলাম ও  আব্দুস সালাম। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. ইউসা মিশু ও সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান খোকা যশোর জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজকে আজীবন সদস্য পদ দেয়া ব্যক্তিদের বাদ দেয়ার নির্দেশ দেন। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার বর্তমান কমিটি তাদের মেয়াদের শুরুর দিকে আইয়াজ উদ্দিন রিপনকে এবং পরবর্তীতে আরো চারজনকে জীবন সদস্য পদ প্রদান করে। কিন্তু সংগঠনের গঠনতন্ত্রে জেলা ও বিভাগীয় শাখার জন্য এ ধরনের কোন বিধান না থাকায় কেন্দ্রের নির্দেশে সম্প্রতি তা বাতিল করা নির্দেশ দেয়া হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে এক ক্রীড়া সংগঠক বলেন,আজীবন সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে অন্তভূক্ত ফি ৫০ হাজার টাকা করে নিয়েছে বর্তমান কমিটি। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশনের (কেন্দ্রীয়) সভাপতি কাজী মো. ইউসা মিশু বলেন, যশোর শাখার সভাপতি রিয়াজুল ইসলামকে জানিয়ে দেয়া হয়েছে, যশোরের যে ৫ জনকে আজীবন সদস্য দেয়া হয়েছে সেটা বাতিল করা হয়েছে। এটা গঠনতন্ত্র বিরোধী। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুঠোফনে বলেন, শুধুমাত্র সংগঠনের কেন্দীয় কমিটিতে আজীবন সদস্য পদ দেয়া হয়। সেক্ষেত্রে সাধারণ সভায় পাশ হলেই কেবলমাত্র আজীবন সদস্য পদ পাওয়া সম্ভব। তিনি আরও বলেন, যশোরের কমিটি ৫ জনকে আজীবন সদস্য দেয় সেটা বাতিল করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুয়ায়ী জেলা/বিভাগীয় কমিটি আজীবন সদস্য দেয়ার একতিয়ার রাখে না। আজীবন সদস্য পদ বাতিলের বিষয়ে যশোর জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, বর্তমান কমিটি বিশেষ সভা করে ৫ জনকে আজীবন সদস্য দেয়। যা সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পদক আসাদুল্লাহ খান বিপ্লবের নেতৃত্বাধীন কমিটিতে বুধবার (১৫ অক্টোবর) অনুমোদন দেয়া হয়েছিলো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)