বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম বাজার কেরাতুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও ধলগ্রাম বাজার বণিক সমিতির উদ্যোগে রোববার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া তলিমুল ইসলাম মাদরাসা প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার দারুল আজহার মডেল মাদরাসার মুফতি ফরিদ উদ্দীন আজহার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।
মাহফিলে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ অলিয়ার রহমান।