Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

এখন সময়: সোমবার, ৩ নভেম্বর , ২০২৫, ০৫:০১:৪২ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল  : যশোরের শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ৩ টার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাষ সহ উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাষ, তাজ উদ্দিন তাজ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, ছাত্রদল নেতা জোবায়ের হোসেন শাওন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, যশোর জেলার ৮টি উপজেলা নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ২ গ্রুপে ভাগ করে অর্থাৎ প্রতিটা গ্রুপে ৪ টি দল অংশগ্রহণ করবে। নক আউট পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। সর্বমোট ৭ টি খেলা অনুষ্ঠিত হবে যেটি শেষ করতে ৯ দিন সময় লাগবে। ১ দিন পরপর ১টি করে খেলা হবে। সেমিফাইনাল ও ফাইনালের আগে ১ দিন করে বিরতি রেখে ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে। উদাহরন হিসেবে ক-গ্রুপে ১,৪,৫,৭ এবং খ-গ্রুপে ২,৩,৬,৮। ক-গ্রুপ থেকে ১ বনাম ৫ এর বিজয়ী দল সেমিফাইনালে পৌছে যাবে এবং ৪ বনাম ৭ এর বিজয়ী সেমিফাইনালে পৌছে যাবে। একইভাবে খ-গ্রুপ থেকে ২ বনাম ৬ এর বিজয়ী দল এবং ৩ বনাম ৮ এর বিজয়ী দল সেমিফাইনালে পৌছাবে। ক-গ্রুপ এবং খ-গ্রুপ থেকে বিজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ২ টি সেমিফাইনালে ক-গ্রুপ এর প্রথম বিজয়ী দল অর্থাৎ ১ এবং ৫ এর বিজয়ী দল খ- গ্রুপ এর ৩ এবং ৮ এর বিজয়ী দলের সাথে ১ম সেমিফাইনাল এবং ক-গ্রুপ এর ৪ এবং ৭ এর বিজয়ী দল খ-গ্রুপ এর ৩ বনাম ৮ এর বিজয়ী দল এর সাথে খেলবে। ২টি সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার এবং নগদ অর্থ ১ হাজার টাকা থাকবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য প্রাইজমানির ব্যবস্থা থাকবে। টুর্নামেন্টের সেরা খেলোয়ার অথাৎ ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার এবং নগদ অর্থ ৫ হাজার টাকা থাকবে। টুর্নামেন্টের প্রতিটি খেলার শেষে র‌্যাফেল ড্র-এর মাধামে আকর্ষনীয় ৮-১০ টি পুরষ্কার থাকবে। প্রতিটি দলের জন্য টুর্নামেন্টের এন্ট্রি ফি ১০ হাজার টাকা ধার্য্য হবে। টুর্নামেন্টের প্রতিটি দলের খেলোয়াড়দের জার্সি প্যান্ট সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় সবকিছু সেই দলকেই ব্যবস্থা করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)