কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত যৌথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাসী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সারেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাসী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রানণ, কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক পৌর কাউন্সিলর মশিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাবেক পৌর কাউন্সিলর কুতুবউদ্দিন বিশ্বাস, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন প্রমুখ।