ঝিকরগাছা প্রতিনিধি: নিজস্ব অর্থায়নে কপোতাক্ষ নদে পোনা মাছ অবমুক্ত করেন অবসরপ্রাপ্ত মেজর মেহেদী হাসান বুলবুল। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের কৃতি সন্তান মরহুম আব্দুল মাজেদ সরদারের ছেলে। ব্যক্তি উদ্যোগে কপোতাক্ষ নদে পোনা মাছ অবমুক্ত করায় এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন।
শনিবার (১৮ অক্টোম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের অংশে কপোতাক্ষ নদে আনুষ্ঠানিকভাবে ব্যক্তি উদ্দ্যোগে প্রায় ৫২০০ পিস রুই, মৃগেল ও কাতলাসহ কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজন সরদার, সমাজসেবক ডা. আসাদুজ্জামান আসাদ, তমেজ উদ্দীন, ইউপি সদস্য আলাউদ্দীন, শিক্ষক আব্দুল কাদের, ইউপি সদস্য আলাউদ্দীন, তারিফ হোসেন, সাংবাদিক এম আলমগীর হোসেন, আমিরুল ইসলাম জীবন, হুমায়ূন কবীরসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।