বাঘারপাড়া প্রতিনিধি: বাঘারপাড়া পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌর কর্মচারী এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
বাঘারপাড়া পৌরসভার প্রশাসক মাহির দায়ান আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বলেন, “পরিচ্ছন্ন বাঘারপাড়া গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পৌরসভা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে নাগরিক সহযোগিতা ছাড়া এটি পূর্ণতা পাবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।