Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিভিন্নস্থানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর , ২০২৫, ০১:২৭:৩৪ এম

 

স্পন্দন ডেস্ক : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার নানা আয়োজনে দিবসটি পালিত হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

আশাশুনি : বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাজারিন মিশন, ইএসডিও, ডিসিআর এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। শুরুতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে হাত ধোয়া প্রদর্শন করা হয়। হাত ধোয়া প্রদর্শন করেন, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া সুলতানা। বিআরসিসি এবিএসএল প্রকল্পের প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে এনজিও সমন্বয়কারী আসাদুল ইসলাম, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, ফিল্ড অফিসার আবু বক্কর ছিদ্দীক, জেসমিন নাহার, শুভ্রা প্রিয়া বিশ্বাস ও ইএসডিও ও ডিএসকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়া (বাগেরহাট) : দিবসটি উপলক্ষে কচুয়ায় র‌্যালি ও আলোচনা সভা সকালে অনুষ্ঠিত হয়। কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তরে রায়হান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, একাডেমিক সুপারভাইজার মেহেদি মান্না, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেবদাস সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মোরেলগঞ্জ (বাগেরহাট): মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাত ধোয়া ও সচেতনতামূলক বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, মৎস্য অফিসার রজজিৎ কুমার, যুব উন্নয়ন অফিসার এ কে এম ইখতিয়ার উদ্দিন, স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আলোচনা শেষে সরকারি বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থী হাত ধোয়ার কলা কৌশল প্রদর্শন করেন।

কেশবপুর  : কেশবপুরে সকালে উপজেলা প্রশাসন ও ইনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি)-এর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও হাত ধোয়ার অনুশীলন করানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা পর্যায়সহ সাগরদাঁড়ি, মজিদপুর, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নের একটি করে বিদ্যালয়ে ও একটি করে কমিউনিটি পর্যায়ে আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে বিশ্ব হাত ধোয়া দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপী, কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু তালেব, ইপিআরসির এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম, ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ, সুপারভাইজার তন্দ্রা দত্ত, দেলোয়ার হোসেন প্রমুখ।

দেবহাটা (সাতক্ষীরা) : দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কালীগঞ্জ অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের চত্বরে ধোয়া শিক্ষণ প্রদর্শনী করা হয়। কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা জেসমিন আরার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঘারপাড়া : দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বাঘারপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অন্তরা সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, খাদ্য কর্মকর্তা মিনা খানম, নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দাকোপ : বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে-এর সহযোগিতায় সকালে  চালনা এন সি ব্লু-বার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলার নির্বাহী অফিসার আসমত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীউর রহমান, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  দিপ্পল বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমী আক্তার, পলাশ মন্ডল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী রানী গাইন, সহকারী শিক্ষক পল্লব বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় বের চালনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)