Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিভিন্নস্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১২:৩২:২৫ এম

স্পন্দন ডেস্ক : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই সেøাগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত-

 অভয়নগর (যশোর) : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সৈয়দ আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজকুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা নীহার রঞ্জন বিশ্বাস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা রেজোয়ান আলী মোল্যা, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী জয়নুল আবেদিন, অফিস সহায়ক এস এম মাসুম প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভা শেষে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইউনুস আলীর নেতৃত্বে ও অন্যান্য সদস্যের অংশগ্রহণে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। 

ফকিরহাট (বাগেরহাট) :  ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে র‌্যালি উপজেলা পরিষদ সম্প্রসারতি কমপ্লেক্স ভবন চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, ফকিরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মণিরামপুর : সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ইঞ্জিনিয়ার ফয়সার আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, ফায়ার সার্ভিস ইনচার্জ সাফায়েত হোসেন প্রমুখ। এরআগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যেখানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

কেশবপুর : সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‌্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তন চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেশবপুর  উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা, কেশবপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত, কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, জাহাঙ্গীর আলম, উপজেলা  মাধ্যমিক  শিক্ষা  অফিসার শেখ  ফিরোজ  আহমেদ, ফয়াল মাহমুদ প্রমুখ। 

ডুমুরিয়া : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালির পূর্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্যদেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আবদুল্লাহ বায়েজিদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস ছাত্তার, শিক্ষক মোজহার হোসেন, বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, ইঞ্জিনিয়র রাসেল আহমেদ, জাহিদ হাসান, বিলকিস খাতুন, মিল্টন হোসেন প্রমুখ।

জীবননগর : সকালে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।

আলমডাঙ্গা: সকালে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা  মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, এস এফ ডি এফ এর উপজেলা ব্যবস্থাপক দীপক কুমার বসু, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী  প্রকৌশলী নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শহিদুল আলম বিপুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মহসিন মোডল প্রমুখ।

দেবহাটা (সাতক্ষীরা) : উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজন দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজন, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কলিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক  আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনসহ স্কুলের ছাত্রছাত্রী ও সুধীজন।

পাইকগাছা (খুলনা) : সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কার্য সহকারী সুমন আল মামুন, সুজয় মিস্ত্রি, মনির হাসান, অফিস সহকারী ফাতেমা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

মোরেলগঞ্জ (বাগেরহাট): সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবিলার বিষয়ক  মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন জরুরি প্রতিক্রিয়া ও অগ্নিনির্বাপনের কৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, মোরেলগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম খসরু, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি ইমদাদ ইলাহী চৌধুরী, টিম টিম প্রধান মোস্তাফিজুর রহমান কাজী, মিনহাজ ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভংকর মন্ডল। অপরদিকে সকালে মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়ায় এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ।

শ্রীপুর (মাগুরা) : সকালে দিবস উপলক্ষে র‌্যালি ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর সদস্যগণ তাদের নৈপূণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সামছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র পাল, উপজেলা আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজ, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ উপস্থিত ছিলেন।

দাকোপ : দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিকেলে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, উপজেলা মেরিন ও ফিশারী কর্মকর্তা বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি শামীম হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আবুল বাসার, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, এনজিও প্রতিনিধি সোহেব হোসেন, ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী আতাউর রহমান প্রমুখ। সভাশেষে একটি বর্ণাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সহযোগিতা করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা জেজেএস, সুশীলন, নবলোক, কারিতাস, উত্তরন, হীড বাংলাদেশ, ব্যাক, আদ্-দ্বীন, ফেন্ডশীপ, আশার প্রদীপ, কমপ্রশন, সিপিপি।

আশাশুনি : আশাশুনিতে দিবসটি উপলক্ষে সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ন্যাজারীণ মিশন, বারসিক ডিএসসহ অন্যান্য এনজিওদের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সিপিপি উপজেলা টিম লিডার আ. জলিলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম বাংলাদেশ ন্যাজারীণ মিশনের প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসান, প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প অরগানাইজার আবু বক্কার সিদ্দিক, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার দাস প্রমুখ।

ফুলতলা (খুলনা) : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে সকালে ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালি এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাসনীম জাহান। স্বাগত বক্তৃতা করেন পিআইও শামীমা আক্তার। বক্তৃতা করেন আইসিটি অফিসার অজয় কুমার পাল, হিসাবরক্ষণ অফিসার তাসমীন সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, আনসার ভিডিপি অফিসার সালমা বেগম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ফায়ার সার্ভিজ সাব অফিসার এস এম আশরাফ হোসেন, ফায়ার ফাইটার জিন্নাত হোসেন, শিক্ষক আকতার হোসেন প্রমুখ।   

কলারোয়া : কলারোয়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ছাড়াও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহীঅফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস দাস, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও অফিসের রফিকুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সানবিম করিম সিয়াম, মোহাম্মদ আলম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)