নিজস্ব প্রতিবেদক: যৌতুক দাবির অভিযোগে আনোয়ারুল ইসলাম নামে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে নূরজাহান আলম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আনোয়ারুল ইসলাম ঝিনাইদহের গান্না গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সিপাহী হিসেবে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ১৪ মার্চ আসামি আনোয়ারুল ইসলাম পারিবারিকভাবে নূরজাহান আলমকে বিয়ে করে। বিয়ের সময় দাবিকৃত যৌতুক হিসেবে আনোয়ারুল ইসলামকে নগদ ৩ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ফার্নিচার, আংটিসহ সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। কয়েক বছর যাওয়ার পর আসামি আনোয়ারুল ইসলাম তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা করলে আনোয়ারুল ইসলাম বিষয়টি মীমাংসা করে নেয়। চলতি বছরের প্রথম দিকে আনোয়ারুল ইসলাম তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আবারও পিতার বাড়ি তাড়িয়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে আদালতে এ মামলা করেছেন।