Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়ার যশোর জেলা পর্যায়ের খেলা সম্পন্ন

এখন সময়: সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ১১:৪৪:৩৯ পিএম

ক্রীড়া প্রতিবেদক: ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলা সোমবার শেষ হয়েছে। বিকেলে সদরের উপশহর কলেজ মাঠে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় জেলার শেষ্ঠত্বের লড়াই। ফুটবল (বালক) চ্যাম্পিয়ন বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল এবং রানার্স আপ হয় কেশবপুর সরকারি পাইলট স্কুল। ফাইনালে বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল টাইব্রেকারের ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে কেশবপুর সরকারি পাইলট স্কুলকে। খেলার নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ন কেশবপুর গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মণিরামপুরের কুয়াদা বালিকা বিদ্যালয়। ফাইনালে কেশবপুর গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে মণিরামপুরের কুয়াদা বালিকা বিদ্যালয়কে। কেশবপুর গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিয়া দলের পক্ষে একমাত্র গোলটি করে। তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ও উপশহর কলেজের অধ্যক্ষ আনন্দ কুমার মিত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার, জেলা পর্যায়ে খেলা পরিচালনা কমিটির সহসম্পাদক সালাউদ্দিন ইউসুফ দিলু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)