ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে উঠলো যশোর জেলা দল। রোববার যশোর টাইব্রেকারের ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে স্বাগতিক মাগুরা জেলা দলকে। এ জয়ে সুপার-১৬ (চূড়ান্ত পর্ব) নিশ্চিত করলো আনোয়ার পারভেজের শিষ্যরা। বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিলো। ম্যাচের ৩৭ মিনিটে আওরঙ্গজেবের গোলে ১-০ তে লিড পায় যশোর জেলা দল। এ লিড প্রথমার্ধ পর্যন্ত ধরে রাখে তারা। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে হোসেনের গোলে ১-১ গোলে সমতায় ফেরে মাগুরা জেলা দল। খেলার বাকি সময় কোনো দল আর গোল করতে না পারাই ড্র তে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে সরাসরি পেনাল্টি শুট আউটে যশোর জেলা দল ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে মাগুরা জেলা দলকে। এর আগে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে যশোর ও মাগুরা জেলা দলের খেলাটি গোলশূন্য ড্র হয়। প্রথম রাউন্ডের ২ টি ম্যাচেই নড়াইল জেলা দলকে পরাজিত করে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো যশোর জেলা দল। উল্লেখ্য, সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় যশোর।