Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেএমপিতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ০৭:০১:১৩ পিএম

 

খুলনা প্রতিনিধি : রোববার সকালে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, সুদৃঢ় মনোবল এবং পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন সম্মানিত পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্রতিটি কনটিনজেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যেদের শারীরিক ফিটনেস ও পোশাকের টার্নআউট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উত্তম টার্ন আউটের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যকে সার্ভিস রিওয়ার্ড প্রদান করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) জনাব গোপী কিশোর রায়। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। সুস্থতার জন্য পিটি, প্যারেড এবং খেলাধুলার বিকল্প নেই। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করেন। চমৎকার কুচকাওয়াজ প্রদর্শনীর জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  মাস্টার প্যারেডে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)