Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আফসার সিদ্দিকী রাজনীতি করেছেন দেশ ও জনগণের জন্য : নার্গিস বেগম

এখন সময়: সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ০৬:৫৮:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: ভাষা সৈনিক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে রোববার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকী আন্তরিক এবং নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে এই অঞ্চলে বিএনপি শক্তিশালী দল হিসেবে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত সংকটময় মুহূর্তে তিনি সাহসিকতার সাথে দলের দায়িত্ব পালন করেছিলেন। নিজের এবং আর্থিক উন্নতির কথা না ভেবেই তিনি রাজনীতি করেছেন। আজকে যেখানে রাজনীতির একটি পদ রাতারাতি চেহারা পাল্টে দেয়। সেখানে আফসার আহমেদ সিদ্দিকী ছিলেন সম্পূর্ণ ভিন্ন। রাজনীতির করেছেন, কেবলমাত্র রাজনীতির জন্য। যে রাজনীতি দেশ ও জনগণের জন্য। সুযোগ থাকা সত্ত্বেও রাজনীতির মাধ্যমে কোন ব্যক্তিগত ফায়দা নেননি।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

পরে অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)