নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় মাসুদ রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা থানা পুলিশ উপজেলার বাইশা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করে। নিহত মাসুদ শার্শা উপজেলার উলাশী খালপাড়ার আব্দুল আজিজের ছেলে। তার পরিবার ও স্বজনদের ধারণা ভ্যান ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করা হতে পারে। নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্বজনরা জানান, গত ৫ অক্টোবর সকালে মাসুদ রানা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ৬ অক্টোবর মাসুদের পিতা ৬ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার দুপুরে ঝিকরগাছার বাইশা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত লাশ উদ্ধারে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা সেখানে যান। এসময় লাশটি মাসুদ রানার বলে শনাক্ত করেন তার পিতা আব্দুল আজিজ।
স্বজনরা আরও জানান, মাসুদ রানা নিহত প্রকৃতির মানুষ। এলাকায় কারও সাথে তার কোন শত্রুতা ছিল না। খুন হওয়ার মত কোন অপরাধ করেছে বলে মনে হয়না। ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে।
নিহতের পিতা আব্দুল আজিজ জানান, দুর্বৃত্তরা তার ছেলেকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। হত্যাকারীদের শনাক্ত করে আটকের দাবি করেছেন তিনি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মাদ গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ঘর থেকে ভ্যান চালকের মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।