নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি’র সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮ ও ৯ অক্টোবর মাধবখালী, খোসালপুর, পলিয়ানপুর ও বাঘাডাংগা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া ভারত থেকে দেশে প্রবেশ ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৭ জন বাংলাদেশি ৪ পুরুষ, ২ নারী ও ১ শিশুকে আটক করা হয়। আটক নারী ও শিশুকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া আটক ৪ পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত থাকবে।