Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর , ২০২৫, ০৬:২৩:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: যৌতুক দাবির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার স্বামী। বুধবার যশোর সদরের খোজারহাট গ্রামের বিমল কুমার ঘোষের ছেলে অমিয় কুমার ঘোষ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মণ্ডল অভিযোগ গ্রহণ করে আসামিদের প্রতি সমনজারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নব কুমার কুন্ডু।

আসামিরা হলো, সাতক্ষীরা তালা উপজেলার সরুটিয়া গ্রামের কৃষ্ণ পদ ঘোষের মেয়ে পামেলী ঘোষ ও স্ত্রী শিখা রাণী ষোঘ।

মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৮ এপ্রিল অমিয় ঘোষ পারিবারিকভাবে পামেলী ঘোষকে বিয়ে করেন। বিয়ের সময় ৫ লাখ টাকার গহনা দেয়া হয় পামেলীকে। কিছুদিন যেতে না যেতে শাশুড়ির প্ররোচনায় পামেলী তার স্বামীর কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে সংসারে অশান্তি সৃষ্টি করে। একপর্যায়ে পামেলী তার স্বামীর কাছে ১০ লাখ টাকা অথবা দুই কাঠা জমি কিনে তার নামে দলিল করে দেয়ার চাপ দেয়। অমিয় ঘোষ স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয় স্ত্রী পামেলী। গত ৩ জলাই অমিয়’র শাশুড়ি তার বাড়ি বেড়াতে আসে। এ দিন কথাবার্তার একপর্যায়ে মেয়ের যৌতুকের দাবি না মেটালে সংসার করবে না বলে জানিয়ে দেয়। এদিন পামেলী ও তার মা কাউকে কিছু না বলে ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা ও ৫ লাখ টাকার গহনা নিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি যৌতুক নিরোধ আইনে স্ত্রীর বিরুদ্ধে এ মামলা করেছেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)