নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মহেশপুর ৫৮ বিজিবি ও ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমমাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৪ অক্টোবর (শনিবার) সকাল ৮ টার দিকে ৫৮ ব্যাটালিয়নের অধীনস্ত মাঠিলা সীমান্তের মেইন পিলার ৫৩ এর নিকট শূন্য রেখা বরাবর দুই ঘণ্টাব্যাপী এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের ৫৮বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ রফিকুল আলম পিএসসি ও ভারতের ৫৯ বিএসএফ এর কমান্ডার শৈলেশ কুমার সহ দুই দেশের ২০ জন স্টাফ অফিসার অংশ গ্রহন করেন।
সৌজন্য সাক্ষাতে বিজিবিÑবিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা ,সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যাবস্থা গ্রহণসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ।