Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ৯জন অভিযুক্ত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর , ২০২৫, ০৬:৩২:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিবকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই চঞ্চল কুমার বিশ্বাস।

অভিযুক্ত আসামিরা হলো,  শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে  পুলেরহাট এলাকার বাসিন্দা কাজী তারেক, চাঁচড়া জামতলা এলাকার তারেকের ছেলে তানভীর, মৃত জলিল মুন্সির ছেলে রিয়াজ, চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির, শর্ংকরপুর সার গোডাউনের পেছনের মৃত আফজাল কাজীর ছেলে আকাশ, ইসকেনের ছেলে ইয়াসিন, বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন, সদরের কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ভাগ্নে হৃদয় ও চানপাড়ার মৃত জালাল মোল্যার ছেলে হাসান মোল্যা।

মামলার অভিযোগে জানা গেছে, রাকিব চাঁচড়া বাবলাতলার মোড়ে মাছের পোনার ব্যবসা করে। আসামিরা ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করতো। রাকিব মাদক বিক্রিতে বাধা দেয়ায় তার উপর ক্ষিপ্ত হয় আসামিরা। চলতি বছরের ১৯ জানুয়ারি তার রাকিব বাড়িতে ছিলো। রাত পৌনে ১০টার দিকে আসামি তানভীর কথা আছে বলে রাকিবকে ডেকে বাইরে নিয়ে যায়। রাকিব রাস্তায় যাওয়ার সাথে আসামি কাজী তারেকের নির্দেশে ইমন পরপর দুইটি গুলি করে। গুলি দুটি রাকিবের বুকের দুই পাশে লাগে। এরপর আরো দুটি গুলি করলে একটি বাম হাতের বাহুতে অপরটি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।  আহত রাকিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  এ ঘটনায় আহত রাকিবের মা ফয়জুন্নাহার বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৮ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৯ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত ইয়াসিন, ট্যাটু সুমন ও সাব্বিরকে পলাতক দেখানো হয়েছে। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)