নিজস্ব প্রতিবেদক : যশোরের সুপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ সঙ্গীত বিদ্যায়তনের সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মিলনায়তনপূর্ণ দর্শক উপভোগ করেছে মনোমুগ্ধকর অনুষ্ঠানটি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেন সনদপত্র। আয়োজক সংগঠন পুনশ্চ’র সাধারণ সম্পাদক পান্নালাল দে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সন্ধ্যা গড়ানোর সাথে সাথেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই সংগঠনের শিশু শিল্পীদের সমবেত কন্ঠে দেশাত্মবোধক সংগীত-
বাংলার গান বাংলার প্রাণ এক সুরে বাঁধা...। এর পরে পরিবেশিত হয় সমবেত কন্ঠে আবৃত্তি।
প্রায় দেড় ঘন্টার অনুষ্ঠানে সঙ্গীত এবং আবৃত্তিসহ ছিল নৃত্য ও তবলা লহরী। ছোট বড় সব শিল্পী অংশ নেয় গোটা অনুষ্ঠানে। অনুষ্ঠানে ছড়া গান, রূপমঞ্জুরী রাগে ত্রিতালে তৃতীয় বর্ষের ছাত্রীদের সমবেত পরিবেশনায় নজরুল সংগীত-পায়েলা বাজে রিনিঝিনি, রিক্তি ব্যানার্জীর কন্ঠে ‘মেরে নায়না লাগে উনাসে’ চতুর্থ বর্ষের উর্ধ্ব শিক্ষার্থীদের চতুরঙ্গ পরিবেশনা:-চতুরঙ্গ কো গায় রস সংগীত ও প্রেমীদের মন ভরিয়ে দেয়।
সব মিলিয়ে গোটা অনুষ্ঠান সুরে আর ছন্দে, তাল আর লহরীতে হৃদয় ছুঁয়ে যায় সকলের। নজরুল, রবীন্দ্র, লোক সংগীতে সাজানো ছিল অনুষ্ঠানের ডালি। অনুষ্ঠানে ৬ শিশু তবলা শিল্পীর তবলা লহরী ছিল নজর কাড়া আকর্ষণ।