মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান দেশে কোন অর্থের সংকট নেই। সংকট আছে ভালো মন মানসিকতার। মন মানসিকতা ভাল হলে সকলে মিলে একযোগে কাজ করলে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছতে সময় লাগবেনা। যশোরের জেলা প্রশাসক হিসেবে আজাহারুল ইসলামের যোগদানের এক বছর পূর্তিতে বৃহস্পতিবার মণিরামপুরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, যুব জমিয়তের পৌর সভাপতি আশরাফ ইয়াছিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময়কালে নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে পৌরশহরের প্রধান সড়ক দ্রুত সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে উন্নতি করে এক’শ শয্যায় রুপান্তরিত করতে জেলা প্রশাসক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে তিনি পৌরশহরের রাস্তার দুপাশে সুপারী গাছ রোপনের উদ্বোধন করেন।