Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতালে কর্মচারী সমিতির পরিচিতি সভা

এখন সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:১৮:৫৯ এম

 

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল মিলনায়তন কক্ষে এ আয়োজন করা হয়। সমিতির সভাপতি দাউদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।বিশেষ অতিথি ছিলেন, মোডিসিন বিভাগের  ডা. আবু হায়দার মনিরুজ্জামান ও দন্ত বিভাগের ডা.শের আলী। অনুষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারিসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। সমিতির নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি দাউদ আলী, সহ-সভাপতি ফারুক হোসেন, তপন কুমার রায়, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলু শেখ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আশানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুন ও কার্যকারি সদস্য আব্দুল মালেক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)