অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হয়।
সফরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের মোড়লের খাল ও সিদ্ধিপাশা ইউনিয়নের নাইলের খাল মাইক্রো ওয়াটারসেড পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, প্রকৌশলী নাজমুল হুদা, যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার, সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ এস এম ফেরদৌস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রুবেল আলী, কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম, শুভরাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, এনজিও কর্মকর্তা নজরুল ইসলা প্রমুখ।