অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে স্কুলশিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহিত করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পূবালী ব্যাংক পিএলসি নওয়াপাড়া বাজার শাখার উদ্যোগে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ কর্মসূচি সম্পন্ন হয়।
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোল্যা হাবিবুর রহমান হাবিব।
আমন্ত্রিত অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, নওয়াপাড়া বাজার শাখার ম্যানেজার মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা. আব্দুল জলিল শেখ ও সাংবাদিক সৈয়দ রিপানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক কর্মকর্তা কনা রায়।
পূবালী ব্যাংক পিএলসি, নওয়াপাড়া বাজার শাখার ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাংকিং কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে ২৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের মাঠে ১৫টি গাছের চারা রোপন করা হয়।