অভয়নগর (যশোর) প্রতিনিধি: শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যশোরের অভয়নগরে প্রতিষ্ঠিত হলো নতুন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নওয়াপাড়া মাদ্রাসা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এক আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা সাজ্জাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ছিলেন মুফতি ইনাম বিন মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কুদ্দুস বিশ্বাস, জমিদাতা নাজমুল হাসান লিটু বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ। পুরো আয়োজনের পৃষ্ঠপোষক ছিলেন মাদ্রাসার প্রধান বিলকিস রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সমাজসেবক মুজিবুর রহমান, সিদ্দিক সরদার, টুকু বিশ্বাস, মিঠু বিশ্বাস, আশরাফ মোল্যা, অমি বিশ্বাস, তারেক বিশ্বাস, জাহিদ হাসান রেন্টু, আনিচুর রহমান, আক্তার হোসেন, বাবু বিশ্বাস, মো. ইউনুচ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।