Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

এখন সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৭:০০:৪৪ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ন। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল সদর, আইসিপি, রঘুনাথপুর বিওপি এবং কাশিপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় বিদেশী মদ, চকলেট, ফুসকা, কাজু বাদাম, হরলিক্স, বিভিন্ন প্রকার কীটনাশক, চায়না দোয়ারী জাল, শাড়ি, পোশাক সামগ্রী ও কসমেটিক্স সামগ্রীসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭৪০ টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)