মিরাজুল কবীর টিটো : যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া সড়ক এখন পথচারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। দেড় যুগের বেশি সময় রাস্তাটি সংস্কার না করায় এ রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ায় ও কালভার্ট ভেঙে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। চলাচল করতে গিয়ে প্রতিদিনই পথচারীরা আহত হচ্ছে। সেই সাথে রাস্তায় বড় গর্তে চাকা পড়ে পরিবহন নষ্ট হচ্ছে।
অথচ রাস্তাটি সংস্কারের বিষয়ে পৌরসভা কোন উদ্যোগ গ্রহণ করছে না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে- রাস্তাটি সড়ক ও জনপথ কর্তৃপক্ষের হস্তান্তর দেয়া হয়েছে।
নীলগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাঁতীপাড়ার মধ্যে পথচারীরা মুড়লী যায়। মুড়লী থেকে পথচারীরা এ রাস্তা দিয়ে ঝুমঝুমপুর, ফতেপুর ও মনিহারের দিকে আসা যাওয়া করে। অথচ এ রাস্তাটি এখন পথচারীদের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এদিকে রাস্তাটি দেড় যুগের বেশি সময় সংস্কার করেনি পৌরসভা কর্তৃপক্ষ। অন্যদিকে বৃষ্টি হওয়ায় রাস্তার মাঝে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি রাস্তার মাঝে কালভার্টের অর্ধেকের বেশি অংশ ভেঙে রড বেরিয়ে রয়েছে। একারনে চলাচল করতে গিয়ে পথচারীরা প্রতিদিই আহত হচ্ছে। সেই সাথে চলাচলের সময় রাস্তার গর্তে চাকা পড়ে পরিবহন নষ্ট হচ্ছে বলে এলাকাবাসী জানায়। বিশেষ করে রাতের বেলা রোড লাইট না থাকায় রাস্তাটি থাকে অন্ধকারে। আর ওই সময় দুর্ঘটনা ঘটছে।
ওই এলাকার বাসিন্দা সাধন দত্ত জানান-এ রাস্তার কালভার্ট ভেঙে যাওয়ায় ও রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কালভার্টের পাশ দিয়ে পরিবহন চলাচলের সময় গর্তে চাকা পড়ে নষ্ট হচ্ছে। বিশেষ করে রাতে রাস্তা অন্ধকার থাকায় রিক্সা,ইজিবাইকের চাকা পড়ে যাত্রীরা আহত হচ্ছে।
আরেক বাসিন্দা ও মুদির ব্যবসায়ী মারুফ হোসেন বলেন আমরা নিয়মিত পৌরসভাকে ট্যাক্স দিই। পৌরসভা আমাদের সঠিক সেবা দেয় না। যদি সঠিক সেবা দিতো,তাহলে এ রাস্তাটি সংস্কার করতো। ১৭ বছর এ রাস্তাটি পৌরসভার উদ্যোগে সংস্কার করা হয়নি। এ রাস্তা দিয়ে ২০ চাকার ট্রাক চলাচল করায় রাস্তার কালভার্ট ভেঙে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়। ভারি বৃষ্টি হলে রাস্তা দিয়ে এলাকাবাসির চলাচল করা দায় হয়ে পড়ে। পৌরসভা থেকে ঘ্যাস ফেলে গর্ত বন্ধ করে চলাচলের ব্যবস্থা করে দিতে পারতো। সেটা পর্যন্ত করেনি।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান বলেন- নীলগঞ্জ তাঁতীপাড়ার রাস্তাটি সড়ক ও জনপথ অধিদপ্তরকে দেয়া হয়েছে। এ অধিদপ্তর রাস্তাটি সংস্কার করবে।
যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন-নীলগঞ্জ তাঁতীপাড়ার রাস্তা সংস্কারের প্রস্তাব তৈরি করা হচ্ছে। প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাব অনুমোদন হয়ে আসলে সংস্কার করা হবে।
উল্লেখ্য, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার নীলগঞ্জ তাঁতীপাড়ার রাস্তা সংস্কারের বিষয়ে আলোচনা করা হয়। তারপরও এ রাস্তাটি সংস্কার হয় না। আলোচনা শুধু সভার মধ্যে সীমাবদ্ধ থাকে বলে স্থানীয়রা জানান।