নিজস্ব প্রতিবেদক : যশোরের সুপরিচিত শংকরপুর গোলপাতা মসজিদের (শাহী জামে মসজিদ) নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে। মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল গফ্ফার হুজাইফা দোয়া পরিচালনার মাধ্যমে ঢালাই কাজ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মিউনিসিপ্যাল প্রিপাইরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সোলায়মান হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. জুলফিকার আলী জুলু, সাবেক কৃষিবিদ আহাদ, দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।