Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে পতাকা বৈঠকের মাধ্যমে ১১ বাংলাদেশিকে ফেরত বিএসএফ’র

এখন সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৭:১৪:০৬ এম

 

জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। ১০ সেপ্টেম্বর  বুধবার রাত সাড়ে ৯টার দিকে শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার ৫৮ বিজিবির বেনীপুর বিওপি কমান্ডারকে অবগত করেন যে, অবৈধভাবে ১১ জন (২ পুরুষ, ৫ নারী এবং ৪ শিশু) বাংলাদেশি নাগরিকদেরকে ভারত থেকে বাংলাদেশে আগমনকালে বিএসএফ আটক করেছে। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত তথ্য বিজিবিকে প্রেরণ করে। আরও জানা গেছে, বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করে রাত সাড়ে ৯টায় (বিএসটি) সীমান্ত পিলার ৬১/৭-এস (পিলার)-এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে গ্রহন করা হয়। তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)