জীবননগর প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদায় জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রতাপপুর ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার দেয়। গার্ড অব অনার অনুষ্ঠানে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রতাপপুর গ্রামের আইজুদ্দিনের ছেলে। শুক্রবার সন্ধ্যায় তিনি রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।