জীবননগর প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস। শনিবার বিকেলে জীবননগর থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস সকল পূজা কমিটির বিষয়ে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেন বিশ্বাস, পংকজ দত্ত, অনন্তপাল, সুশান্ত সাহা, বিপ্লব কর্মকার, রঞ্জিত দুর্লভ প্রমুখ।