Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে অর্ধকোটি টাকার সোনার বারসহ চোরাকারবারী আটক

এখন সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:২৮:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ পিস সোনার বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরের উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিত্বে এ তথ্য নিশ্চত করা হয়।
আটককৃত আমিরুল ইসলাম মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আকাম উদ্দীনের ছেলে।
বিজ্ঞপ্তিত্বে বলা হয়, উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে সোনার বার ভারতে পাচার করার উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছে। এমন খবর পেয়ে শুক্রবার দুপুরের পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের একটি টহলদল খোসালপুর গ্রামের দেলোয়ার হোসেন এর স-মিল এর সামনে পাকা রাস্তার উপর হতে আমিরু ইসলামকে ৩পিস সোনার বারসহ আটক করা করে।
আটককৃত ৩পিচ সোনার বারের ওজন ৩৪৯.৮০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা। আটককৃত আসামিকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)