Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:২৪:০৭ পিএম

জীবননগর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যে দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দিনব্যাপী জীবননগর পৌর ও ৮ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৃথক ভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও খাবার বিতরণের আয়োজন করা হয়। সোমবার সকালে জীবননগরে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু প্রমুখ। এরপর বেলা সাড়ে ৩টায় পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ জীবননগর মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)