আলমডাঙ্গা অফিস : ২০২৫-২৬ অর্থবছরে খরিপ- ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ১শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান। উল্লেখ্য মাসকালাই বীজ ৫ কেজি, ড্যাব সার ১০ কেজি, এমপি সার ৫ কেজি করে প্যাকেজ ১ জন কৃষক ক বিনামূল্যে প্রদান করা হয়।