নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে তন্ময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগর, চৌগাছাসহ দেশের বিভিন্ন এলাকার খেলোয়াড়রা এ খেলায় অংশগ্রহণ করে আসছেন।
রোববার বিকেলে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টে খালিশপুর বনাম কোটচাঁদপুরের মধ্যে। খেলায় খালিশপুর ১-০ গোলে কোটচাঁদপুরকে হারিয়ে ফাইনালে স্থান করে নিয়েছে।
আজ সোমবার বিকেলে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে চৌগাছা বনাম বৌচিতলা একাদশের মধ্যে সেকেন্ড ফাইনাল খেলা। খেলায় ঢাকা, খুলনা ও যশোরের ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন বলে জানান তন্ময় স্পোর্টিং ক্লাবের পরিচালক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।