বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে উপজেলার চিত্রা গ্রামের আসাদ শেখের বাড়িতে শুক্রবার ভোরে পুলিশের পোশাক পরে একদল ডাকাত অস্ত্রের মুখে ৬ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। এ ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা থেকে ফোন পেয়ে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোল্লাহাট এলাকায় মাইক্রোসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক, লুন্ঠিত টাকা, স্বর্ণালংকার, একটি শক্তিশালী মোবাইল জ্যামার ডিভাইস, ২টি ককটেল, কয়েকটি মোবাইলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। গ্রেফতার দুইজনের মধ্যে রয়েছে, ডাকাতির মূলহোতা নরসিংদীর মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে রিয়াজ (৩০) ও গাজীপুর সদরের সাইদুলের ছেলে আল আমীন (৪০)।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে উপজেলার চিত্রা গ্রামে আসাদ শেখের বাড়িতে একদল সন্ত্রাসী পুলিশের পোশাক পরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে গেছে। এমন সংবাদ জাতীয় জরুরি সেবা থেকে আসলে দ্রুত ওই বাড়িতে গিয়ে লুন্ঠিত মোবাইল নম্বর সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মোল্লাহাট এলাকায় মাইক্রোসহ মূলহোতাসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক, লুন্ঠিত টাকা, স্বর্ণালংকার, একটি শক্তিশালী মোবাইল জ্যামার ডিভাইস, ২টি ককটেল, কয়েকটি মোবাইলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। পালিয়ে যাওয়া ডাকাতসহ জড়িত অন্যদের নাম পরিচয় শনাক্তে দুই ডাকাতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।