নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দুই শতাধিক নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাঈদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মহেশপুর উপজেলা সভাপতি সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক অন্তর রহমান, জেলা যুব অধিকারের সাধারণ সম্পাদক আল সোয়াইব মেরাজ, ছাত্র গণঅধিকার পরিষদের মহেশপুর উপজেলা সভাপতি শামীম আহাম্মেদ প্রমুখ।