কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার জয়নগর ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় ময়দানে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলী গাজীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, মেহেদী হাসান রাজু প্রমুখ। এছাড়া সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে জয়নগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে ৯ ওয়ার্ড বিএনপির কমিটির মতামতের ভিত্তিতে সভাপতি পদে রওশন আলী গাজী, সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক পদে সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এমএ রব শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম শাহিন নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।