কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদসভা করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক শিফাউর রহমান শিপন ও জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ।