ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সিটি বাইপাস সড়কে মোস্তফা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়নের পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্যদেন মোঃ লিমন খান, রউফ সরদার, ইসমাইল হোসেন, বিচিত্রা রায়, মোঃ নুরুল ইসলাম, রত্না বেগম, বাসুদেব হালদার, আবু বক্কার, ফাইমা বেগম প্রমুখ। প্রসঙ্গত, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড এসএম শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরের একটি মামলায় গত ১৭ জুলাই খুলনার আদালতে আত্মসমার্পন করেন তুহিনুল ইসলাম। পরবর্তিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং জনসেবা অব্যাহত রাখার লক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক ১৩ মে’২৫ তারিখে ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়। এদিকে মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে শেখ তুহিনুল ইসলাম গত ২৬মে খুলনা জেলা প্রশাসকের নিকট চেয়ারম্যান পদে পুনরায় দায়িত্ব নিতে আবেদন করেন। এছাড়া পরিষদের মেম্বররা চেয়ারম্যানের পুনর্বহালের দাবীতে জেলা প্রশাসকের নিকট কয়েকবার আবেদন করেছেন।